নতুন বছরের শুরুতে নতুন ঘোষণা, কেন্দ্র সরকারের তরফে বদল করা হলো রাষ্ট্রপতি ভবনের গার্ডেনের নাম। রাষ্ট্রপতি ভবনের সজ্জিত মুঘল গার্ডেনের নাম নাম পাল্টে ‘অমৃত উদ্যান’ করল কেন্দ্রীয় সরকার। নতুন নাম পেল মুঘল গার্ডেন৷
‘অমৃত উদ্যান’-এর উদ্বোধন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী। ৩১ জানুয়ারি থেকে ২৬ মার্চ, এই দু’মাস জনসাধারণের প্রবেশের জন্য খোলা থাকে রাষ্ট্রপতি ভবনের বাগান। এই দু’মাস রাইসিনার বাগানে মরসুমি ফুল ফোটে। সেই বাহারি ফুল দেখতেই ভিড় জমান দূরদূরান্তের মানুষ।
পাশাপাশি বিশেষ কিছু মানুষ যাতে সারা বছর এই বাগান দেখতে আসতে পারেন, সেই বিষয়েও ভাবনাচিন্তা করছে মোদী সরকার। বিশেষ ভাবে সক্ষম এবং কৃষকদের এই সুযোগ দেওয়ার হবে পারে বলে জানা যাচ্ছে৷
রাষ্ট্রপতি ভবনে ১৫ একর জমির উপর তৈরি করা হয়েছে এই বাগান। কাশ্মীরের মুঘল গার্ডেন, তাজমহলের সামনে সুসজ্জিত বাগান থেকে অনুপ্রাণিত হয়েই এটি তৈরি করা হয়েছে। প্রাচীন ভারত এবং পারস্যের ছবিগুলিতে যে বাগানের ছবি ধরা পড়েছে, তার প্রভাবও রয়েছে ‘অমৃত উদ্যানে’৷