পঞ্জাবের রাস্তায় উদভ্রান্তের মতো নাচছেন রণবীর কাপুর

কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চ নয়। কোনও ছবির শ্যুটিং সেটও নয়। তাই দর্শকদের ভিড় কিংবা সংবাদমাধ্যমের ক্যামেরার উপস্থিতি সেখানে ছিল না। ছিলেন শুধু ‘অ্যানিম্যাল’ ছবির কলাকুশলীরা, আর রণবীর কাপুর। তাই কোনও তারকা সুলভ আচরণ নয়, শ্যুটিং শেষে নিজের টিমের সঙ্গে এক্কেবারে খোলামেলা ধরা দিলেন অভিনেতা। কোরিওগ্রাফারের শেখানো স্টেপ নয়, নানান গানে যেমন খুশি স্টেপে উদ্দেশ্যহীণভাবে নাচতে থাকলেন রণবীর।সম্প্রতি রণবীর কাপুরের ফ্যান পেজে ধরা দিয়েছে ‘অ্যানিম্যাল’ ছবির শেষদিনের শ্যুটিংয়ের ভিডিয়ো। যেখানে সাদা টি-শার্ট, কালো ট্রাউজার আর কালো টুপিতে দেখা যাচ্ছে রণবীর কাপুরকে।

তাঁর কোমরে কালো জ্যাকেট বাঁধা। ছবির জন্যই এখন তাঁর মুখ ভর্তি দাড়ি। দেখা গেল, ‘দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড’ গানে উদভ্রান্তের মতো নাচছেন । আশেপাশে যাঁরা রয়েছেন তাঁরা উল্লাস করছেন, হাততালি দিচ্ছেন আর সিটি বাজাচ্ছেন। আবার কখনও কহোনা প্যায়র হ্যায় ছবির ‘এক পল কা জিনা’ গানে হৃত্বিক রোশনের স্টেপ নকল করে নাচলেন ‘কাপুর’ পুত্র। কিংবা নাচলেন শাহরুখ-মালাইকার ‘চল ছাঁইয়া ছাঁইয়া’গানের তালে।রণবীরের এই নাচের ভিডিয়োগুলির নিচে নেট নাগরিকদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বেশিরভাগ লোকজনই স্বীকার করে নিয়েছেন, রণবীর দারুণ ডান্সার। কারোর কথায়, রণবীর হলেন আগুন। কেউ আবার লিখেছেন, ‘আমি তো সেই কবে থেকেই রণবীরের প্রেমে পড়ে গিয়েছি…’।

প্রসঙ্গত, রণবীর অ্যানিম্যাল ছবির শ্যুটিংয়ে পঞ্জাবে ছিলেন। সেখানেই তিনি এভাবে ধরা পড়েছে। ‘অ্যানিম্যাল’ ছবির পরিচালনা করছেন ‘কবীর সিং’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি। এদিকে সোমবার মুম্বইতে অনুষ্ঠিত হয় দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার ২০২৩। সেখানে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন রণবীর কাপুর। সৌজন্য অয়ন মুখোপাধ্যায় পরিচালিক ‘ব্রহ্মাস্ত্র’।