মিন্ত্রা’র নতুন অ্যাড ফিল্মে রনবীর কাপুর ও কিয়ারা আদভানি

মিন্ত্রা তাদের একটি অ্যাড ফিল্মের সিরিজ রিলিজ করেছে, যাতে অভিনয় করেছেন কোম্পানির দুই ব্র্যান্ড অ্যাম্বাসাডর রণবীর কাপুর ও কিয়ারা আদভানি। এই অ্যাড ফিল্ম সিরিজ হল মিন্ত্রার ‘বি এক্সট্রাঅর্ডিনারি এভ্রিডে’ ব্র্যান্ড ক্যাম্পেনের অঙ্গবিশেষ। রণবীর ও কিয়ারা উভয়ে দুটি করে অ্যাড ফিল্মে আবির্ভূত হয়েছেন – রণবীর প্রচার করেছেন মিন্ত্রার ফ্যাশনেবল মেন্স ক্যাজুয়াল উইয়্যারের জন্য এবং কিয়ার অভিনয়ের উদ্দেশ্য হল মিন্ত্রার উওমেন্স উইয়্যার ও এথনিক উইয়্যারের প্রচার করা। মিন্ত্রা গ্রাহকদের দিচ্ছে ফ্যাশন, বিউটি ও লাইফস্টাইলের সেরা সম্ভার, যাতে রয়েছে বিভিন্ন দামের ৬০০০ নামী ইন্টারন্যাশনাল, ডোমেস্টিক ও ডি-টু-সি ব্র্যান্ড এবং ১.৭ মিলিয়ন ‘ট্রেন্ড-ফার্স্ট’ স্টাইল।

মিন্ত্রার ব্র্যান্ড ক্যাম্পেনের লক্ষ্য হল দেশের গ্রাহকদের সামনে তাদের বিশেষ প্রোডাক্টগুলি তুলে ধরা, যাতে প্রত্যেকেই নিজস্ব ফ্যাশনের চাহিদা অনুসারে কেনাকাটা করতে পারেন। ‘বি এক্সট্রাঅর্ডিনারি এভ্রিডে’র মূল বিষয়টি হল এই প্লাটফর্ম থেকে সকল গ্রাহক যেন তাদের পছন্দমতো ইন্টারন্যাশনাল ও ডোমেস্টিক ব্র্যান্ডের ফ্যাশন-সামগ্রী বেছে নিতে পারেন, তা নিশ্চিত করা।

ফিল্মদুটিতে রণবীর কাপুর ও কিয়ারা আদভানি একেবারে অন্যরকম ভূমিকায় নেমেছেন, যা এরআগে তারা অন্য কোনও অ্যাড ক্যাম্পেনে করেননি। মিন্ত্রার এই অ্যাড ফিল্ম সিরিজটি দেশের সর্বত্র টেলিভিশন, ডিজিটাল ও সোস্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে দেখা যাবে।