মূক বধির শিশুদের পাশে বলিউডের অন্যতম তারকা রণবীর

আমাদের দেশে বহু সংখ্যায় বধির সম্প্রদায়ের শিশু রয়েছে। তাদের জন্য দীর্ঘদিন ধরে নিরলস ভাবে লড়াই জারি রেখেছেন বলিউডের অন্যতম সুপারস্টার রণবীর সিংয়। বধির শিশুদের জন্য সাইন লাঙ্গুয়েজে বই সহ পড়াশোনার অন্যান্য সামগ্রীর জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি দীর্ঘদিন ধরেই সাইন ল্যাঙ্গুয়েজকে ভারতের ২৩তম সরকারি ভাষা হিসেবে সংযুক্ত করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছেন তিনি। শুধু সরকারের দৃষ্টি আকর্ষণই নয়, এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্য ইতিমধ্যেই একটি পিটিশন সাইন করেছেন তিনি। তিনি এই সকল বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সমস্যাগুলি তুলে ধরার প্রয়াস করে চলেছেন অনেকদিন ধরেই৷  

রণবীর সিং বলেন, ‘এনসিইআরটির বইগুলি ভারতীয় সাইন লাঙ্গুয়েজে প্রকাশ করার মতো একটি বড় সিদ্ধান্ত আগামী দিনে একটি অন্যরকম সমজ গঠন করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ এর ফলে বধির সম্প্রদায়ের কাছে আরও নতুন সুযোগ তৈরি হবে বলেও জানান তিনি। এই কাজের জন্য দেশের রাজনৈতিক নেতৃত্বকে ধন্যবাদও জানানোর পাশাপাশি এই পদক্ষেপের ফলে আগামী দিনগুলি নিয়ে তিনি গর্বিত ও আশাবাদী বলেও জানান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের সঙ্গে দ্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ এবং ট্রেনিংয়ের একটি মউ চুক্তি স্বাক্ষরিত হয়৷ এই চুক্তির মাধ্যমে বধির শিশুদের জন্য সাইন লাঙ্গুয়েজে পড়াশোনার সামগ্রী প্রদান করা হবে। রণবীর বলেন, কেন্দ্রের নয়া শিক্ষানীতিতে দেশের বধির সম্প্রদায় অনেক বেশি সুযোগ পাবে৷ দেশজুড়ে ৭০ লক্ষের ওপর বধির মানুষকে সমান সুযোগ পাবে এই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপের ফলে৷ বধির সম্প্রদায়ের মানুষের সব অধিকার সুরক্ষিত না হওয়া পর্যন্ত তিনি তাঁর নিজের উদ্যোগে এই সম্প্রদায়ের মানুষদের জন্য গলা ফাটাবেন বলেও জানিয়েছেন রণবীর।