শ্রীকৃষ্ণের জন্মদিনে কাঠামো পুজোর মধ্যে দিয়ে শুরু হলো রামকৃষ্ণ মিশনের দুর্গোৎসব

Estimated read time 1 min read

জলপাইগুড়ি:- শ্রীকৃষ্ণের জন্মদিনে কাঠামো পুজোর মধ্যে দিয়ে প্রস্তুতি শুরু হলো রামকৃষ্ণ মিশনের দুর্গোৎসব।সোমবার ভোর থেকেই জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের নাট মন্দিরে বিশেষ পুজো অর্চনার মধ্যে দিয়ে পূজিত হলেন ভগবান শ্রী কৃষ্ণ।এর সঙ্গেই আশ্রমের প্রথা অনুযায়ী এবারেও একই দিনে কাঠামো পুজোর মধ্যে দিয়ে সূচনা হলো মা দুর্গার মূর্তি নির্মাণের কাজ।

এই প্রসঙ্গে আশ্রমে আসা অল ইন্ডিয়া সারদা সংঘের জলপাইগুড়ি জেলা শাখার সম্পাদিকা ঊষা ব্যানার্জি বলেন, দীর্ঘ্য পঞ্চাশ বছর ধরে প্রতিদিন এই আশ্রমে আশা যাওয়া, আজ মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ পুজো হচ্ছে, এরপর ই দুর্গাপুজো,, সব গুলো অনুষ্ঠানই ঠিক আমাদের বাড়ির মতো নিষ্ঠার সঙ্গে হয়, সেই কারণেই প্রতিটি শারদীয়া উৎসবের দিন গুলোতে এটাই আমাদের প্রথম গন্তব্য স্থলে পরিণত হয়।

অপরদিকে সোমবারের কাঠামো পুজো প্রসঙ্গে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী শিব প্রেমানন্দ জানান, আমাদের প্রথা অনুসারে কাঠামো পুজোর মধ্যে দিয়ে আজ থেকেই আমাদের জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের বাৎসরিক দুর্গোৎসবের সূচনা হলো, আমরা আশাকরছি অন্যান্য বছরের ন্যায় এবারও পুজোর দিন গুলোতে পুণ্যার্থীদের ব্যাপক সমাগমের।

You May Also Like

More From Author