জন্মাষ্টমীর দিন কাঠামো পুজোর মধ্যে দিয়েই রামকৃষ্ণ মিশনের দূর্গাপূজোর সূচনা

শুক্রবার শুভ জন্মাষ্টমীর দিন থেকেই দূর্গা মূর্তি গড়ার কাজ শুরু হলো জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। এই উপলক্ষে সকালে আশ্রমের ব্রহ্মচারি মহারাজ দের উপস্থিতিতে দূর্গা মূর্তি তৈরির আগে পুজো করা হয় কাঠামোকে।

এবারের দূর্গা পুজোর আয়োজন প্রসঙ্গে রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রেমা নন্দজী মহারাজ জানান,করোনা অতিমারী কাটিয়ে এবার অনেকটা স্বাভাবিক ভাবেই দূর্গা উৎসব আয়োজনের প্রস্তুতি আজ কাঠামো পুজোর মধ্যে দিয়ে শুরু হলো।

গত দুবছর করোনার জন্য কুমারী পুজো করা যায়নি, তবে এবারের কোনো বিশেষ প্যান্ডেল করা না হলেও, নিয়ম মেনেই কুমারী পুজোর আয়োজন করা হবে।