ঝড়ে বিধ্বস্ত বার্নিশ গ্রামে গাছের চারা সহ সাহায্যের হাত বাড়িয়ে দিল রামকৃষ্ণ মিশন

জলপাইগুড়ি:-মিনি টর্নেডো বিধ্বস্ত বার্নিশ গ্রামে দ্বিতীয় দফায় গাছের চারা সহ সাহায্যের হাত বাড়িয়ে দিল রামকৃষ্ণ মিশন।ঝড়ে বিধ্বস্তদের পাশে বরাবরই রয়েছে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম। উল্লেখ্য, গত ৩১ শে মার্চ ময়নাগুড়ি ব্লকের বার্নিশ এলাকায় মিনি টর্নেডোর দাপটে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল তিস্তা পাড়ের বার্নিশ গ্রামের একাংশ।

 সেই থেকেই বিদস্থ পরিবার গুলোর পাশে দাঁড়িয়েছিল রামকৃষ্ণ মিশন। বুধবার দ্বিতীয় পর্যায়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে কর্ণাটক থেকে আনা উন্নত প্রজাতীর বিভিন্ন চারা গাছ তুলে দেওয়া হয়। এদিন ওই এলাকায় মানুষের হাতে  সুপারি, নারকেল, তেজপাতা গাছের চারা তুলে দেওয়ার পাশাপাশি বৃক্ষরোপণ করা হয়।

এই প্রসঙ্গে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের  সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ বলেন, আজ আমরা দুশো পরিবারকে চারা গাছ দিলাম। আগামী চার পাঁচ বছর পর থেকে এই গাছগুলো থেকেই আর্থিক সুবিধা পাবেন গ্রামবাসীরা বলে তিনি জানান তিনি।