আসন্ন রামনবমী উপলক্ষে বালুরঘাট ব্লকের ঐতিহ্যবাহী বোল্লা এলাকায় প্রথমবারের মতো রাম পূজার আয়োজন করা হয়েছে। শ্রী রাম সেবা সংঘের উদ্যোগে বুধবার খুঁটি পূজার মাধ্যমে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়।
উদ্যোক্তাদের পক্ষ থেকে শুভ প্রামাণিক জানান, বোল্লার সকল সনাতন ধর্মাবলম্বীরা একজোট হয়ে এই মহতী উদ্যোগ নিয়েছেন। প্রথমবারের মতো আয়োজিত এই পূজায় ভক্তদের অংশগ্রহণের জন্য উদ্দীপনা দেখা যাচ্ছে।
আগামী ৬ এপ্রিল রামনবমীর দিন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে রাম পূজা সম্পন্ন হবে বলে জানান উদ্যোক্তারা। এলাকার বাসিন্দাদের মধ্যে এই পূজাকে কেন্দ্র করে উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।