বাতিল হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাম নবমী পালন

রাম নবমী পালন নিয়ে বিতর্ক হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে । বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রকে রাম নবমী পালনে অনুমতি দিলেও পরে তা প্রত্যাহার করেনিল কর্তৃপক্ষ।  কর্তৃপক্ষের আশঙ্কা যে, ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা নষ্ট হতে পারে। সম্প্রীতি বিঘ্নিত হওয়ার ভয়ে জরুরি ভিত্তিতে অনুমতি প্রত্যাহার করল বিশ্ববিদ্যালয়।

রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এ প্রসঙ্গে বলেন যে, “বিভিন্ন ছাত্র এসে আমাদের অভিযোগ জানাচ্ছে তাঁরা হুমকি চিঠি পাচ্ছে। যেখানে সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। এর পাশাপাশি যে সকল পড়ুয়ারা হস্টেলে থাকেন তাঁদের যাতে কোনও রকম অসুবিধায় পড়তে না হয় সেই কারণেই এহেন সিদ্ধান্ত। এই বিষয়ে একটি নোটিফিকেশনও জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।”

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চলতি বছরের জানুয়ারি মাসে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন উত্তপ্ত হয়ে ওঠেছিল। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও দেখা গিয়েছিল, যেখানে লেখা ছিল ক্যাম্পাসের ভিতরে উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হবে। আয়োজক হিসাবে লেখা ছিল, ‘JU Students’। তবে এর পরিপ্রেক্ষিতে  সিপিএম-এর ছাত্র সংগঠন এসএফআই পরিষ্কার জানিয়েছিল, যাদবপুরের ভিতরে কোনও বিভাজনমূলক রাজনীতি তারা হতে দিবে না। এরপর স্ক্রিনিং শুরু হলেই বিরোধ বাধে বাম-ছাত্র সংগঠনের সঙ্গে স্ক্রিনিংয়ের পক্ষের পড়ুয়া। চলে হাতাহাতি। মাথাও ফাটে কারোর। আজ আবার রাম নবমী। প্রথমে কর্তৃপক্ষ সেই অনুষ্ঠান পালনে অনুমতি দিয়েছিল। টেকনোলজি ভবনে পালিত হওয়ার কথাও ছিল রাম নবমী। তবে সম্প্রীতি বিনষ্ট ও ক্যাম্পাসে ঝামেলা হওয়ার আশঙ্কা থেকেই রাম নবমী বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।