অযোধ্যার রাম মন্দিরের থেকে বাংলার রামভক্তদের জন্য আসতে চলেছে ‘প্রাণ প্রতিষ্ঠা’ অনুষ্ঠানে হাজির থাকার আমন্ত্রণ। উত্তরপ্রদেশের রীতি অনুযায়ী আমন্ত্রণের চিঠির সঙ্গে বাংলায় আসবে ‘অক্ষত’ চাল। সম্ভবত আগামী মঙ্গলবার ঘি মাখানো হলুদ চাল চলে আসবে কলকাতায়। এরপরে অযোধ্যা থেকে আসা ২২ জানুয়ারির আমন্ত্রণপত্র ও সেই চাল একসঙ্গে জেলায় জেলায় ও বাড়ি বাড়ি পৌছে দেওয়া হবে।
২০২৪ সালে জানুয়ারি মাসে অযোধ্যায় হতে চলেছে রামমন্দিরের উদ্বোধন। সঙ্গে থাকছেন আরএসএসের সর-সঙ্ঘচালক মোহন ভাগবত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, ইতিমধ্যেই ১০০ কুইন্টাল চাল মজুত করে রাখা হয়েছে অযোধ্যায়। আগামী রবিবার হবে অক্ষত পূজা। হিন্দু ধর্মে যে কোনও শুভ কাজের আগে এই পূজাটি করা হয়। উদ্যাপনের যে কোনও ক্ষয়ক্ষতি রোধ করে এই অক্ষত পূজা।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ডিসেম্বর থেকে শুরু হবে আমন্ত্রণ।তবে তার দিনক্ষণ এখনও ঠিক করা হয়নি। সেই সময়ে প্রতিটি জেলায় যাবে অক্ষত চাল। এছাড়াও পরিষদ সারা বাংলাতেও ৩০ হাজার গ্রামে অযোধ্যার নিমন্ত্রণপত্র ও অক্ষত চাল পৌঁছনোর লক্ষ্য নিয়েছেন।