বিশ্ব হাতি দিবস উপলক্ষে র‌্যালির আয়োজন জলপাইগুড়িতে

জলপাইগুড়ি:- আজ বিশ্ব হাতি দিবস। এই দিনটি উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জলপাইগুড়ির প্রকৃতিপ্রেমী মানুষদের পক্ষ থেকে।হাতিদের রক্ষা করার বার্তা নিয়ে সোমবার সকালে জলপাইগুড়ি জেলা শহরে একটি র‌্যালির‌ আয়োজন করা হয়।

র‌্যালিতে‌ অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও পশুপ্রেমী মানুষেরা। র‌্যালির মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে হাতিদের রক্ষা করার বার্তা তুলে ধরা হয়। র‌্যালিতে‌ অংশগ্রহণ করেন প্রকৃতিপ্রেমী মানসবন্ধু‌ মজুমদার সহ অন্যান্যরা।

তিনি বলেন, বিশ্ব হাতি দিবস উদযাপন উপলক্ষে আগামী তিনদিন ধরে জলপাইগুড়ি জেলা জুড়ে বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জলপাইগুড়ির প্রকৃতিপ্রেমী মানুষদের নিয়ে আলোচনা সভা করার পাশাপাশি হাতিদের রক্ষা করার বার্তা তুলে ধরা হবে।