বড়দিনের আগে সান্তাক্লজ সেজে শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে শিশুদের হাতে চকোলেট ও উপহার তুলে দিচ্ছেন রাজন্যা চক্রবর্তী। সোমবার সকাল থেকেই জলপাইগুড়ি শহরের রেসকোর্সপাড়া ও নয়াবস্তি এলাকায় দেখা যায় তাঁকে। মূলত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত রাজন্যা। যুক্ত রয়েছেন শহরের একটি চার্চের সঙ্গে।
এবার বড়দিন উপলক্ষে শিশুদের আনন্দ দিতে সান্তাক্লজ সেজে বেরিয়ে পড়েছেন জলপাইগুড়ি শহরে। বিভিন্ন প্রান্তে ঘুরে উপহার বিতরণের পাশাপাশি যিশুখ্রিস্টের শান্তির বাণী প্রচার করছেন রাজন্যা। শিশুদের হাতে চকোলেট সহ রকমারি উপহার তুলে দিচ্ছেন।
রাজন্যা জানান, ‘সান্তাক্লজের বেশ ধারণ করার অভিজ্ঞতা এবারই প্রথম। আমার সান্নিধ্যে এসে শিশুদের আনন্দ দেখে খুব ভালো লাগছে। শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি মানুষের মধ্যে প্রভু যিশুর আদর্শ ও শান্তির বাণী প্রচার উদ্দেশ্যেই এবার প্রথম সান্তাক্লজ সেজেছি।