পার্থ নিয়োগী : সারাদেশের মাত্র ৪৫ টি শহরে এবার আইপিএল ফ্যান পার্কের ব্যবস্থা করেছে বিসিসিআই। আর এরমধ্যে আছে কোচবিহার। আগামী ১৩ ও ১৪ মে কোচবিহার স্টেডিয়ামে এই ফ্যান পার্কের জায়ান্ট স্কিনে দেখান হবে মোট ৪ টি খেলা।এই উপলক্ষে কোচবিহার স্টেডিয়ামে আজ চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। এই নিয়ে আজ বিকেলে এক সাংবাদিক সন্মেলন এর আয়োজন করা হয় কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার তরফে। এদিনের সাংবাদিক সন্মেলনে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুব্রত দত্তের সাথে উপস্থিত ছিলেন বিসিসিআইয়ের সহকারি ম্যানেজার সত্যপাল মিশ্র। এদিনের সাংবাদিক সন্মেলনে তিনি বলেন ” দুদিনই বেলা দেরটার সময় স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। সম্পূর্ণ বিনামূল্যে এই ফ্যান পার্কে বসে কোচবিহারের ক্রিকেট প্রেমী মানুষ এই খেলা জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে উপভোগ করতে পারবে। একমাত্র বয়স্ক, বিশেষ ভাবে সক্ষম ও গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ বসার ব্যবস্থা করা হবে। থাকবে ফুডপার্ক। এখানে পকোড়া চায়ের ব্যবস্থা থাকবে। সেইসাথে সবাই কে বিনামুল্যে পানীয় জলের ব্যবস্থা থাকবে। সেইসাথে তিনি বলেন রাত ১০ টার পর নিয়ম মেনে জায়ান্ট স্কিন বাদে বাইরের সাউন্ড সিস্টেম বন্ধ করে দেওয়া হবে। ” পূর্বোত্তরের এই ফ্যান পার্কে ম্যাচ চলাকালীন নিরাপত্তার ব্যবস্থা নিয়ে প্রশ্নের উত্তরে সত্যপাল বাবু বলেন বেসরকারি নিরাপত্তারক্ষী, বাউন্সার ও পুলিশ থাকবে। এদিন বিকেল থেকেই দেখা গেল উৎসাহী ক্রিকেট প্রেমীরা নির্মিয়মান ফ্যান ক্লাবে প্রবেশ করে সেলফি তুলতে। সব মিলিয়ে রাজনগর এখন আইপিএল ফ্যান ক্লাবে বসে আগামী দুই দিন আইপিএল দেখার কাউন্ট ডাউনে মত্ত।