নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে হিংসার ঘটনায় রাজ্যে নিজেদের পর্যবেক্ষক পাঠাতে চেয়ে নোটিশ দিয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন।
এরপরই জাতীয় মানবাধিকার কমিশনের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য নির্বাচন কমিশন। হাইকোর্ট মানবাধিকার কমিশনের নোটিশ খারিজ করে। এরপর সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। তবে সুপ্রিম কোর্টের রায়, অতি সক্রিয়তায় দেখিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।
বিচারপতি বি ভি নাগারত্নার নেতৃত্বাধীন বেঞ্চের পর্যবেক্ষণ, ভোট হিংসায় নির্বাচন কমিশনকে নোটিশ পাঠানো ও জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগের পদক্ষেপ সংবিধান বিরোধী। দেশের শীর্ষ আদালত রায় রাজ্য নির্বাচন কমিশন ও কমিশনার রাজীব সিনহার বড় জয় বলে মত ওয়াকিবহাল মহলের।