রাজ কুন্দ্রার পর্ন ভিডিয়ো কেসে উঠে এল আরও বড় চাঞ্চল্যকর তথ্য

বড় অভিযোগ এসেছে তার বিরুদ্ধে। সেই অভিযোগে গ্রেফতার হওয়ার পর উঠে আসছে একের পর এক তথ্য। পর্ন ফিল্ম তৈরির অভিযোগে গ্রেফতার করা হয় বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী পেশায় ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। রাজ কুন্দ্রার পর্ন ভিডিয়ো কেসে নতুন তথ্য উঠে এল মুম্বই পুলিশের হাতে। এবার এই অভিযোগে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বাড়ি রেইড করল পুলিশ। আর তারপরই তাঁদের হাতে উঠে এল ৭০টি পর্ন ভিডিয়ো। অন্দরমহল থেকেই উদ্ধার হল এই পর্ন ভিডিয়ো। এগুলি বিভিন্ন প্রোডাকশন হাউজের সাহায্য নিয়ে তৈরি করেছিলেন রাজের প্রাক্তন পিএ উমেশ কামাত। রাজ-শিল্পার বাড়ি থেকে একটি সার্ভারও উদ্ধার করেছে পুলিশ। যা পাঠানো হয়েছে ফরেন্সিক ল্যাবে। পুলিশ সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময়ে পুলিশের সঙ্গে বিশেষ সহযোগিতা করেননি রাজ কুন্দ্রা।

রাজ ও উমেশের হোয়াটস অ্যাপ চ্যাট থেকে জানা গিয়েছে গুগল প্লে স্টোর থেকে Hotshots অ্যাপ সরিয়ে দেওয়ার পর তাঁরা এই ভিডিয়ো গুলো রাখার আরও সংরক্ষিত জায়গার খোঁজে ছিলেন। সঙ্গে, সফট পর্ন ভিডিয়ো তৈরির পরিকল্পনাও করছিলেন তাঁরা। পুলিশ ইতোমধ্যে বিভিন্ন ব্যাংকের কাছে ও তাঁর সংস্থার গত দু’বছরের ব্যাংক ডিটেল চেয়ে পাঠিয়েছে। সোমবার মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের প্রপার্টি সেল রাজ কুন্দ্রা সহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে। মুম্বইয়ের পুলিশ কমিশনার হেমন্ত নাগরালে একটি বিবৃতিতে জানিয়েছেন, তদন্তে দেখা গিয়েছে গোটা ঘটনার প্রধান মাথা রাজ কুন্দ্রা। তাঁর বিরুদ্ধে পুলিশের হাতে যথেষ্ট প্রমাণ রয়েছে। তবে, সঙ্গে একটা প্রশ্নও উঠছে, সত্যি কি এই ব্যাপারে কিছু জানতেন না শিল্পা?