ক্রিপ্টোকারেন্সি ফ্যান্টাসি গেমিং প্লাটফর্ম

ভারতে ক্রিপ্টোকারেন্সির অভিজ্ঞতায় পরিবর্তন আনতে লঞ্চ্‌ করা হল বিশ্বের প্রথম ক্রিপ্টোকারেন্সি ফ্যান্টাসি গেমিং প্লাটফর্ম – ‘রেইনমেকার’। এর দ্বারা এদেশের ক্রিপ্টো উৎসাহীরা সম্পূর্ণ নতুন রূপের ট্রেডিং অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। রেইনমেকার হল ‘রিয়াল মানি গেমিং’ ক্ষেত্রে ২০২১ সালে স্থাপিত একটি টেক স্টার্ট-আপ ‘ফার্স্ট স্টক কনটেস্ট লিমিটেডের’ ফ্ল্যাগশিপ প্রোডাক্ট।

ক্রিপ্টো পোর্টফোলিয়ো ম্যানেজমেন্টের অ্যানালিটিক্যাল স্কিল শিক্ষার জন্য প্লেয়ারদের আমন্ত্রণের মধ্য দিয়ে রেইনমেকার ট্রেডের গেমিফাইংয়ের মাধ্যমে এক ‘নিয়ার-রিয়াল এক্সপিরিয়েন্স’ প্রদান করবে। এছাড়াও, এই প্লাটফর্ম থেকে স্টক ট্রেডিংয়ের অভিজ্ঞতা প্রদান করা হবে। বর্তমানে এক প্রকৃত গ্লোবাল ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত হয়ে রেইনমেকারের এক্সচেঞ্জ বিশ্বের বিভিন্ন স্থানের লাইভ ইভেন্টসের ডেটা ও রেফারেন্স ব্যবহার করবে। প্লেয়াররা নিরাপদে লাইফ-লাইক ট্রেড করতে পারবেন ফ্যান্টাসি গেমিংয়ের মাধ্যমে। রেইনমেকার পাওয়া যাবে আইটিউন্স ও গুগল প্লে স্টোর থেকে।