বৃষ্টির অশনি সঙ্কেত, নিম্নচাপ তৈরির আশঙ্কা, বড় আপডেট

Estimated read time 1 min read

আগামী দুই দিনের মধ্যে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার জেরে ফের বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রাখছে। পুজোর মুখে নতুন নিম্নচাপ নিয়ে উদ্বেগ বাড়ছে। দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। হাওড়া, হুগলি, দুটি মেদিনীপুর, দুটি বর্ধমান, বাঁকুড়ার মতো জেলাগুলি ডিভিসি জল ছাড়ায় প্লাবিত হয়েছে। আরও বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম-মধ্য এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এটি আগামী কয়েক ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিমের দিকে অগ্রসর হবে। ২৩শে সেপ্টেম্বরের মধ্যে উত্তর-পশ্চিম ও সংলগ্ন মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। সে বিষয়ে সতর্ক করেছে হাওয়া অফিস। তবে নিম্নচাপ এলাকাটি দক্ষিণবঙ্গে প্রভাব ফেলবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শনিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান ছাড়াও দুটি মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণায় একই পূর্বাভাস রয়েছে। দক্ষিণাঞ্চলের বাকি জেলাগুলোতে আবহাওয়ার কোনো সতর্কতা জারি করা হয়নি। তবে সব জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া অফিসের পক্ষ থেকে কোনো সতর্কতা জারি করা হয়নি।

গত কয়েকদিনের বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। বৃষ্টি কমলে আবার তাপমাত্রা বেড়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি।

You May Also Like

More From Author