আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে মহালয়ার দিন সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বর্ষণের পূর্বাভাস রয়েছে আজ।

আজ গোটা দিন দক্ষিণবঙ্গের কোনও জেলার জন্যেও সতর্কতা জারি করা হয়নি। তবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়ার বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আজ বর্ষণের পূর্বাভাস রয়েছে। উত্তরের ৫টি জেলায় জারি করা হয়েছে সতর্কতা। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আজ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই ৫ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।