বৃষ্টির পূর্বাভাস রাজ্যের দক্ষিণবঙ্গে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে একটু পারদ নামতে না নামতেই শীতের পথে ফের বাধা নিম্নচাপ।

দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। আজ থেকেই দক্ষিণবঙ্গে শুরু হয়ে যাবে বৃষ্টি। ভিজবে একের পর এক জেলা। শীতের পথে বাধা হবে পশ্চিমী ঝঞ্ঝা। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই।

মঙ্গলবারও হালকা বৃষ্টি হতে পারে। এরপর বুধবার থেকে আবহাওয়ার বদল। সেই সময় পারদ পতনের পূর্বাভাস। সাগরে নিম্নচাপের জেরে দু’দিন মূলত পশ্চিমি জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস। ভিজবে পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম।