কালীপূজোতেও বৃষ্টির সম্ভবনা

চলতি বছর বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যের। পূর্বের ঘোষণা অনুযায়ী দুর্গা পুজোয় বৃষ্টি হয়েছে রাজ্যে৷ লক্ষ্মীপুজোয় দক্ষিণবঙ্গ না ভিজলেও বৃষ্টি হয়েছে উত্তরে৷ এবার কালীপুজোয় বাংলার আকাশে দুর্যোগের মেঘ৷ প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে দীপাবলীতে৷ নেপথ্যে সুপার সাইক্লোন৷ জানা যাচ্ছে, আগামী ২৫ অক্টোবরের মধ্যে দেশের একাধিক রাজ্যে আঘাত হানতে চলেছে বঙ্গোপসাগরে সৃষ্টি এই ঘূর্ণিঝড়। হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ২৫০ কিলোমিটার।

আবহাওয়াবিদদের একাংশের মতে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে দু’টি ঘূর্ণাবর্ত তৈরির হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে একটি নিম্নচাপ সুপার সাইক্লোনে পরিণত হতে চলেছে৷ আবহাওয়াবিদরা আরও জানাচ্ছে, ১৭ থেকে ১৮ অক্টোবরের মধ্যে আন্দামান সাগরে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যেটি ১৯ অক্টোবরের মধ্যে সাইক্লোনের রূপ নিতে পারে৷ ফলে আলোর উৎসবের আগেই বঙ্গে তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড়৷

যদিও সুপার সাইক্লোব নিয়ে নিশ্চিতভাবে কিছু জানাচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর৷ মার্কিন গবেষণা সংস্থার পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে ঘনীভূত নিম্নচাপ থেকে সৃষ্ট সাইক্লোনের প্রভাব পড়বে অন্ধ্রপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গের মধ্যে থাকা উপকূলবর্তী সবকটি রাজ্যেই৷ উপকূলবর্তী অঞ্চলে জলচ্ছ্বাসের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে এই ঘূর্ণিঝড়ের গতিপথ নিয়ে এখনও স্পষ্ট ইঙ্গিত মেলেনি।