রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। দেশের পরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত এবং গতিশীল করে তুলতে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে বহুকাঙ্ক্ষিত বুলেট ট্রেন প্রকল্পের।
তবে এবার, রাজ্যসভায় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দেওয়া সর্বশেষ আপডেট অনুসারে জানা গিয়েছে, মুম্বাই-আমেদাবাদ হাই-স্পিড রেল করিডোর প্রকল্প, যেটি সাধারণত বুলেট ট্রেন প্রকল্প নামে পরিচিত সেটি জমি অধিগ্রহণের কারণে বিলম্বের সম্মুখীন হয়েছে।
মূলত, বিভিন্ন দিকে অগ্রগতি সত্বেও জমি অধিগ্রহণের বিষয়টি এই প্রকল্পের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বাধা হয়ে দাঁড়িয়েছে। জমি অধিগ্রহণে দেরি হওয়ায় প্রকল্পটি শেষ হতে আরও বেশি সময় লাগবে। আগামী মাসগুলিতে জমি অধিগ্রহণের বিষয়টি ত্বরান্বিত করার প্রচেষ্টা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।