দীর্ঘ সময় বন্ধ থাকার পর করোনা আবহে চালু হয়েছিল রেল পরিষেবা৷ করোনা আবহে দীর্ঘ লকডাউনে অনেকটাই আয় কমেছিল রেলের৷ লোকসভায় তথ্য পেশ করে সে কথা জানিয়েছে কেন্দ্র৷ এবার চোখ রাঙাচ্ছে ওমিক্রন৷ সংক্রমণ রুখতে বিভিন্ন রাজ্যে লোকাল ট্রেন বন্ধ করে দেওয়া হচ্ছে৷ কোথাও আবার চলছে ৫০ শতাংশ ট্রেন৷ এমতাবস্থায় ঘুরপথে দূরপাল্লার ট্রেনের ভাড়া বাড়াতে চলেছে রেল৷ কিন্তু কী ভাবে?
রেল সূত্রে খবর, এবার থেকে টিকিট পিছু ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া গুণতে হতে পারে যাত্রীদের৷ আগামী দিনে উন্নত স্টেশনগুলিতে অত্যাধুনিক সুযোগ-সুবিধা পেতে এবং স্টেশনের আধুনিকীকরণের জন্য টিকিটের দামের উপর এই অতিরিক্ত টাকা ধার্য করা হবে বলে সূত্রের খবর। এর ফলে আয় বাড়াবে রেলেরও। জানা গিয়েছে, টিকিট বুকিংয়ের সময় এই বর্ধিত অঙ্ক অটোমেটিক ভাবেই ভাড়ার সঙ্গে যোগ হয়ে যাবে৷ যেমনটা প্লেনের টিকিটের ক্ষেত্রে হয়ে থাকে৷ এসি ক্লাসের জন্য ৫০ টাকা, স্লিপার ক্লাসের জন্য ২৫ টাকা ও অসংরক্ষিত ক্লাসের জন্য সর্বনিম্ন ১০ টাকা চার্জ নেওয়া হবে। তবে শহরতলীর রেলযাত্রার ক্ষেত্রে এই টাকা লাগবে না বলেই জানানো হয়েছে।
এক রেলকর্তার কথায়, ‘‘এই উপার্জন থেকে অধিক সংখ্যায় স্টেশনের মানোন্নয়ন করা সম্ভব হবে। যাত্রীদের আরও বেশি করে পরিষেবা দেওয়া যাবে৷ এই মর্মে ইতিমধ্যেই সব জোনের জেনারেল ম্যানেজারকে চিঠি পাঠানো হয়েছে৷ সেখানে উল্লেখ করা হয়েছে, অসংরক্ষিত আসন থেকে এসি ক্লাসের টিকিট কাটার সময় টিকিতের দামের সঙ্গে ১০ টাকা থেকে ৫০ টাকা অতিরিক্ত মূল্য দিতে হবে যাত্রীদের।
যদি কোনও যাত্রী বড় এবং উন্নত স্টেশন থেকে অন্য একটি উন্নত স্টেশনে যাওয়ার জন্য টিকিট কাটেন, তাহলে তাঁকে এই চার্জ সম্পূর্ণ দিতে হবে। কিন্তু যদি কোনও ব্যক্তি একটি ছোট স্টেশন থেকে কোনও উন্নত স্টেশনে যাওয়ার জন্য টিকিট কাটেন, তাহলে তাঁকে ওই চার্জের অর্ধেক দিতে হবে। আবার কোনও ব্যক্তি যদি অনুন্নত কোনও স্টেশন থেকে অপর একটি অনুন্নত বা পুনঃর্নির্মিত নয় এমন স্টেশনের টিকিট কাটেন, তাহলে তাঁকে কোনও চার্জ দিতে হবে না।
টিকিটের উপর এই বাড়তি চার্জ যাত্রীদের উপর চাপ সৃষ্টি করবে বলে অনেকেই মনে করছেন। কিন্তু রেল বোর্ডের জারি করা নির্দেশিকা অনুযায়ী, প্রত্যেক শ্রেণিভিত্তিক স্টেশনগুলির মানোন্নয়ন করতে যাত্রীদের কাছ থেকে টিকিটের দামের সঙ্গে এই অতিরিক্ত চার্জ নেওয়া হবে। তবে এই বাড়তি চার্ডের কথা টিকিটে উল্লেখ করা থাকবে কিনা তা স্পষ্ট নয়। ভাড়ার পাশাপাশি বাড়তে পারে প্ল্যাটফর্ম টিকিটের দামও৷