নতুন পথে শুরু হবে রেল যাত্রা

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করল ইরকন। রেলের বৈদ্যুতিক পরিকাঠামোর রক্ষণাবেক্ষণের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে NE RAILWAY ও ইরকনের মধ্যে।এই প্রথম ভারতীয় রেল ওভারহেড ইকুইপমেন্ট (ওএইচই) এবং পাওয়ার সাপ্লাই ইনস্টলেশন (পিএসআই) সহ বৈদ্যুতিক পরিকাঠামোর রক্ষণাবেক্ষণের জন্য মৌ সাক্ষর করল ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড-এর সাথে।

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব এবং ইরকন-এর চিফ ম্যানেজিং ডিরেক্টর এইচ. এম. গুপ্তা সাক্ষর করেছেন এই সমঝোতা চুক্তিতে। চুক্তি অনুযায়ী, ইরকন লামডিং ও তিনসুকিয়া ডিভিশনের ওভারহেড ইকুইপমেন্ট (ওএইচই) এবং পাওয়ার সাপ্লাই ইনস্টলেশন (পিএসআই)-এর রক্ষণাবেক্ষণ করবে।