নির্দিষ্ট সময়ের মধ্যেই সরকারি বাংলো ছাড়তে হবে রাহুলকে

আচমকাই পদ খোয়াতে হলো তাকে, মানহানি মামলায় আদালত তাঁকে সাজা শোনাতেই খোয়া গিয়েছে সাংসদ পদ৷ ছাড়তে হবে সরকারি বাংলো৷ আগামী ২৩ এপ্রিলের মধ্যে তুঘলক রোডের বাংলো ছাড়তে হবে বলে নোটিশ পাঠানো হয়েছে৷ ছেড়ে দেবন, সরকারি বাংলো ছাড়ার নোটিস পেয়ে জানিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

সরকারি আদেশের মান্যতা রাখবেন বলেই জানিয়ে দিয়েছেন ওয়েনাড়ের প্রাক্তন সাংসদ। লোকসভার হাউজিং কমিটির নোটিস পাওয়ার পরই পাল্টা চিঠি পাঠান রাহুল৷ সেখানে তিনি বলেন, ‘‘জনগণের ইচ্ছায় চার বার সাংসদ হওয়ার সুবাদে আমি এই বাসভবনে ভাল সময় কাটিয়েছি। এখানে আমার অনেক সুখের স্মৃতিও তৈরি হয়েছে। আমার অধিকারের প্রতি পক্ষপাত না করে আমি চিঠিতে উল্লেখিত নির্দেশ মেনে নেব।’’

প্রসঙ্গত, সোমবারই ওয়ানাড়ের প্রাক্তন সাংসদকে চিঠি পাঠিয়ে এক মাসের মধ্যে সরকারি বাংলো খালি করে দেওয়ার নোটিস দেয় লোকসভার হাউজিং কমিটি। ২০০৪ সাল থেকে লোকসভার সাংসদ পদে রয়েছেন রাহুল। নিয়ম মেনেই দিল্লিতের ১২ তুঘলক লেনে রাহুলের জন্য সরকারি বাংলো বরাদ্দ করা হয়েছিল। ২০০৫ থেকে তিনি ওই বাংলোর বাসিন্দা ছিলেন৷