নতুন বছর উদযাপনের জন্য ভিয়েতনামে গিয়েছেন রাহুল

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে পালিত হচ্ছে সাত দিনের রাষ্ট্রীয় শোক। আর এই আবহে ভিয়েতনাম সফরে গেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। এনিয়ে সোমবার তাঁকে কটাক্ষ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, নতুন বছর উদযাপনের জন্য ভিয়েতনামে গিয়েছেন রাহুল। বর্তমান পরিস্থিতিতে তা শোভনীয় নয়। এভাবে কংগ্রেস সাংসদ মনমোহনকে অপমান করেছেন। বিজেপি রাহুল গান্ধিকে ‘পর্যটনের নেতা’ বলে কটাক্ষ করেছে। কংগ্রেসের তরফে অভিযোগ তোলা হয়েছিল, কেন্দ্রীয় সরকার মনমোহন সিংকে তাঁর স্মৃতিসৌধের জন্য নির্ধারিত জায়গায় দাহ না করে তাঁকে অপমান করেছে। তারপরই হাত শিবিরকে বিঁধল বিজেপি। দলের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘দেশ যখন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক পালন করছে, তখন রাহুল গান্ধি নতুন বছরকে উদযাপন করতে বিদেশে উড়ে গিয়েছেন।’ কংগ্রেসের তরফে পালটা প্রশ্ন ছুড়ে বলা হয়েছে, রাহুল যদি ব্যক্তিগতভাবে ভ্রমণে গিয়ে থাকেন, তাহলে বিজেপি নেতারা বিরক্ত হচ্ছেন কেন? প্রসঙ্গত, গত সপ্তাহে প্রয়াত হন মনমোহন সিং। তাঁর বয়স ছিল ৯২। দিল্লির নিগমবোধ ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।