আচমকাই অসুস্থ হয়ে পড়ায় মাকে বাড়ি নিয়ে গেলেন রাহুল

আচমকাই আবার অসুস্থ হয়ে পড়লেন সোনিয়া গান্ধী। সংসদ কক্ষে বসে থাকার সময়ই তিনি অসুস্থ বোধ করতে থাকেন৷ বিষয়টি বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে মায়ের কাছে ছুটে আসেন রাহুল। তাঁর জন্য জলের ব্যবস্থা করেন৷ কিছুক্ষণ পর সুস্থবোধ করেন কংগ্রেস নেত্রী। তিনি ঠিক আছেন বলে রাহুলকে আশ্বস্ত করেন সোনিয়া। তবে মাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন ওয়ানাড়ের সাংসদ৷ নিজে গাড়ি চালিয়ে মাকে ১০ জনপদে ফিরিয়ে নিয়ে যান রাহুল।

জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সকাল সংসদে পৌঁছে গিয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। অধিবেশন চলাকালীন তিনি অসুস্থ বোধ করেন৷ জানা গিয়েছে, এদিন একটি গরম ওভারকোট পরে সংসদে গিয়েছিলেন। অধিবেশনের মাঝে গরমে অস্বস্তি হতে থাকে তাঁর৷ শরীর আনচান করতে থাকে৷ মাকে অস্থির দেখেই ছুটে যান রাহুল৷ রাহুল প্রথমে তাঁকে বিশ্রাম নিতে বলেন। পরে নিজেই গাড়ি চালিয়ে বাড়িতে নিয়ে যান। যদিও জল খাওয়ার পর কিছুটা সুস্থ বোধ করায় সংসদেই থাকতে চেয়েছিলেন সোনিয়া। কিন্তু, রাহুল রাজি হননি৷ মায়ের স্বাস্থ্য নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি হননি তিনি।