বাজেয়াপ্ত করা হলো রাহুল-সোনিয়ার সম্পত্তি

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই বড় আপডেট সামনে এসেছে।

জানা গিয়েছে, এবার রাহুল-সোনিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি নোটিশও জারি করা হয়েছে। বলা হয়েছে, সোনিয়া এবং রাহুল গান্ধীর প্রকাশনা সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নাস লিমিটেডের (এজেএল) আওতায় থাকা সম্পত্তি তারা বাজেয়াপ্ত করতে চলেছে। এই সম্পত্তির মূল্য ৭০০ কোটি টাকারও বেশি।

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এই সম্পত্তিগুলি। শুধু তাই নয়, দিল্লি থেকে শুরু করে মুম্বাই এবং লখনউয়ের মতো বড় শহরগুলিতে এই কয়েকশো কোটি টাকার সম্পত্তি রয়েছে। এছাড়াও সম্পত্তিগুলির মধ্যে রয়েছে রাজধানীর বাহাদুর শাহ জফর মার্গের ন্যাশনাল হেরাল্ড হাউসও।