লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে দীর্ঘ দিনের আইনি লড়াই শেষে রাহুল গান্ধীর লোকসভা সদস্যপদ পুনরুদ্ধার হল। রাহুলের সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
লোকসভা সচিবালয় এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। উল্লেখ্য, মোদী উপাধি মামলায় সুরাট আদালতের দুই বছরের কারাদণ্ডের সিদ্ধান্তের পরে রাহুল গান্ধীর সদস্যপদ হারিয়েছিল। এরপর সুপ্রিম কোর্টে শুনানি শেষে রাহুলের সাজা স্থগিত করে শীর্ষ আদালত।
রাহুল গান্ধীর সংসদের সদস্যপদ ফিরিয়ে দেওয়ার দাবিতে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে একদল সাংসদ লোকসভা স্পিকারের সাথে দেখা করেন। তখন থেকেই অনুমান করা হচ্ছিল যে রাহুলের সদস্যপদ শীঘ্রই পুনরুদ্ধার করা হবে।