আচমকাই পদ খোয়াতে হলো তাকে, মানহানি মামলায় আদালত তাঁকে সাজা শোনাতেই খোয়া গিয়েছে সাংসদ পদ৷ ছাড়তে হবে সরকারি বাংলো৷ এই মামলায় সোমবার জামিন মিলল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। তাঁর দোষী সাব্যস্ত হওয়াকে চ্যালেঞ্জ করে তার আবেদনের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দু’বছরের কারাদণ্ডও স্থগিত করা হয়েছে আদালতে।
গুজরাতের একটি আদালত জানিয়েছে, আগামী ১৩ এপ্রিল রাহুলের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করা যাবে না। মোদী পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করার দায়ে মানহানির মামলায় রাহুলকে দু’বছরের কারাবাসের নির্দেশ দিয়েছিল আদালত। রাহুলের বিরুদ্ধে যে প্রাক্তন বিজেপি বিধায়ক এবং গুজরাত সরকারের মন্ত্রী পূর্ণেশ মোদী মানহানির অভিযোগ দায়ের করেছিলেন, তাঁকে ১০ এপ্রিলের মধ্যে বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে আদালত।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে অপরাধমূলক মানহানির মামলায় গুজরাতের সুরাত জেলা আদালত দুবছরের সাজা দেয় রাহুল গান্ধীকে। এর পর তাঁর সাংসদপদ খারিজ করায় সেই ক্ষোভে ঘৃতিহুতি ঘটে। জনপ্রতিনিধিত্ব আইনের ৮(৩) ধারায় রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করা হয়েছে।