জলপাইগুড়িতে পালিত হচ্ছে রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা

আধুনিকতার মাঝে আজও উৎসাহের সাথে জলপাইগুড়িতে পালিত হচ্ছে রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা।বৃন্দাবন থেকে জলপাইগুড়ির জগন্নাথ গৌড়ীয় মঠে এবারেও যথাযথ উৎসাহ উদ্দীপনার সঙ্গে শুরু হলো রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা।


প্রথা মেনে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই উৎসব চলবে আগামী শনিবার পর্যন্ত।এমনটাই জানিয়েছেন, জলপাইগুড়ি জগন্নাথ গৌড়ীয় মঠের সেবক ব্রজোগোপাল দাস।