প্রখর রোদেই ভোটের প্রচার, স্কিনকে কীভাবে ভালো রাখেন রচনা?

লোকসভা নির্বাচনের তৃণমূল রাজনৈতিক দলের প্রার্থী হয়ে হুগলি থেকে লড়ছেন রচনা ব্যানার্জী। স্টুডিওর ক্যামেরার সামনে স্ক্রিপ্টেড বুলি আওড়ানোর ঘেরাটোপ থেকে বেরিয়ে এবার তিনি জনসমক্ষে, দই নিয়ে মন্তব্য হোক কিংবা হুগলির কারখানার ধোঁয়া নিয়ে, রচনা ব্যানার্জীকে ট্রোলিং এবং রোস্টিংয়ের শিকার হতে হয়েছে। তবে তাতেও ভেঙে পড়েননি অভিনেত্রী তথা রাজনৈতিক প্রার্থী রচনা ব্যানার্জী। রোদে তেতেপুরে করছেন ভোটের প্রচার। টলিউডের সুন্দরী অভিনেত্রীদের তালিকা মধ্যে রচনার নাম প্রথম সারিতে। তার ফিগার হোক কিংবা স্কিন, সবকিছু নিয়েই তিনি প্রশংসা পেয়েছেন পূর্বে। তবে ভোটের প্রচারে এসে কি তিনি তার সৌন্দর্য হারিয়ে ফেলেছেন? কিভাবে নিজের ত্বকের যত্ন নিচ্ছেন অভিনেত্রী? নিজের মুখেই জানালেন।

রচনার কথায়, হ্যাঁ এই রোদে তো ত্বক পুড়ে তামাটে হয়ে যাবেই। কিন্তু যেইটুকু রক্ষা করা যায় তিনি সব রকম ভাবে চেষ্টা করছেন। প্রচারে বেরোনোর আগে ব্যবহার করছেন সানস্ক্রিন এবং মেকআপ। অভিনেত্রী বলেন মেকআপ নাকি আমাদের সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। তাই তিনি মেকআপ ছাড়া একেবারেই প্রচারে বেরোচ্ছেন না।