বেশ খানিকটা স্বস্তি বঙ্গের আজকের সংক্রমণের সংখ্যায়

বিগত বেশ কিছুদিন পর বেশ খানিকটা স্বস্তি এলো বঙ্গে। দৈনিক আক্রান্তের সংখ্যা কমতে কমতে আবার কার্যত নিয়ন্ত্রণে বলা যায়। বঙ্গে আজ ২০০-র নীচেই দৈনিক সংক্রমণ। এদিকে মৃত্যুও আজ কমেছে বাংলাতে।

কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্তও তুলনামূলক নিয়ন্ত্রণেই বলা যায়। আজ রাজ্যের পজিটিভিটি রেট অনেকটাই কমে ৩.৪৮ শতাংশ। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ।

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭৫ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২১ লক্ষ ০২ হাজার ৯৩২ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ১ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৪২৩ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৬৩১ জন। মোট সুস্থ হওয়ার সংখ্যা ২০ লক্ষ ৭৬ হাজার ৬৬৭। আজ মোট পরীক্ষা করা হয়েছে.৫ হাজার ০৩৪ নমুনা।

করোনা ভাইরাস আবহে চিন্তার এমনিতে কোনও শেষ নেই। এই সংক্রমণ ছাড়াও মাঙ্কিপক্স, ফ্লু, ডেঙ্গু প্রভৃতি রোগ নিয়েও আতঙ্ক তৈরি হয়েছে। তবে এরই মাঝে নতুন করে দুশ্চিন্তা বাড়াচ্ছে যক্ষ্মা। প্রধানত উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর।

জানা গিয়েছে, শুধুমাত্র আলিপুরদুয়ারের কালচিনিতে যক্ষ্মা রোগীর সংখ্যা ৩৪০ টপকে গিয়েছে। তাই তৎপরতা বাড়িয়েছে প্রশাসন। যক্ষ্মায় আক্রান্ত যে কোনও ব্যক্তিকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে।

এছাড়াও কোনও রকম উপসর্গ যেমন দু-সপ্তাহের বেশি জ্বর, ওজন কমে যাওয়া, কাশি ইত্যাদি থাকলে যেন বাড়িতে সময় নষ্ট না করা হয়, সেই কথাও বলা হয়েছে। স্বাস্থ্য দফতর বলছে, মূলত চা বলয়ে যক্ষ্মা রোগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।