রাজ্যের অর্থমন্ত্রী বক্তব্য নিয়ে জাগছে প্রশ্ন

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে একাধিক সরকারি কর্মচারি সংগঠনের দাবি, পুজোর আগেই যেন তাদের বকেয়া DA রাজ্য মিটিয়ে দেয়।

তবে কেবল সরকারি কর্মী, রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও বিধায়কদের ভাতা বৃদ্ধির বিরোধিতায় সরব হয়েছেন। শুভেন্দু সাফ জানিয়েছেন, এই ভাতা তারা চান না। তার পরিবর্তে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করুক মমতা সরকার।

যদিও বিরোধী দলনেতার দাবি পাত্তা দিতে নারাজ সরকার পক্ষ। এই প্রসঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘ডিএ মঞ্চ যাই বলুক না কেন সেই মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন৷ তা নিয়ে কিছু বলব না। এই নিয়ে শীর্ষ আদালত সিদ্ধান্ত নেবে।’