উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর পরিস্কার করতে বিশেষ অভিযান পুরনিগমের

শিলিগুড়ি: শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বর পরিস্কার পরিচ্ছন্ন করতে বিশেষ অভিযান।গত ২৩ তারিখ থেকে শুরু হয়েছে এই অভিযান। ১৫ দিন ধরে চলবে এবং কিছু দিন অন্তর অন্তর চলতে থাকবে এই অভিযান। মেডিকেল কলেজ ও হাসপাতালের সাফ-সাফাইয়ের প্রতি বিশেষ নজর দেওয়া হবে এবার।

সেক্ষেত্রে স্থায়ী সমাধান খুঁজতে আগামীতে জেলাশাসকের উপস্থিতিতে হবে বৈঠকও। সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে এমনটাই জানালেন রোগী কল্যান সমিতির চেয়ারম্যান গৌতম দেব। তিনি জনান, প্রাথমিকভাবে পুরনিগমের তরফে একটা চুক্তি ভিত্তিতে অভিযান শুরু হয়েছে।

তবে স্থায়ী সমাধান খুঁজে বার করাটা চ্যালেঞ্জ বলে মন্তব্য গৌতম দেবের। তিনি জানান, শিলিগুড়ি মহকুমা পরিষদের তরফে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু করা হবে৷ তবে সেটাও স্থায়ী সমাধান নয়।