শিলিগুড়ির আশ্রমপাড়ায় অবৈধ নির্মাণ ভেঙে দিল পুরনিগম

অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান পুরনিগমের। শিলিগুড়ির আশ্রমপাড়ায় একটি বাড়ির ছাদে অবৈধ নির্মাণ এদিন ভেঙে দেওয়া হয়।
পুরনিগম সূত্রে জানা গিয়েছে, বাড়ির ছাদে কোনও প্ল্যান ছাড়া ঘর তৈরি করা হয়েছিল। পুরনিগমের তরফে বাড়ি মালিককে নোটিশও দেওয়া হয়। কিন্তু এরপরও অবৈধ নির্মাণ না ভাঙায় বৃহস্পতিবার সকাল থেকে সেই নির্মাণ ভাঙার কাজ শুরু করে পুরনিগমের কর্মীরা।
এদিকে বাড়ি মালিক জানান, হাইকোর্টে মামলা চলছে এখনও। পুরনিগম আগে থেকে কিছু না জানিয়ে বৃহস্পতিবার সকাল থেকে ভাঙাভাঙি শুরু করেছে।