পুরীর জগন্নাথ দেব দর্শনে উৎসাহি পূন্যার্থীদের জন্য এবার অসম থেকে উত্তরবঙ্গ হয়ে সোজা পুরী পর্যন্ত স্পেশাল প্যাকেজ ট্রেন ছাড়তে চলেছে উত্তর-পূর্ব রেলওয়ে। আইআরসিটিসি-র উদ্যোগে আগামী ডিসেম্বর মাসের ২১তারিখ থেকে সাত দিনের ২৮তারিখ পর্যন্ত প্যাকেজ পদ্ধতিতে এই ট্রেনটি ডিব্রুগড় থেকে ছাড়তে চলেছে রেলওয়ে। মঙ্গলবার এক সাংবাদিক সন্মেলন করে আইআরসিটিসি-র রিজিওন্যাল ম্যানেজার এই তীর্থ পর্যটনের কথা জানান। তিনি আরও জানান, ডিব্রুগড় থেকে ট্রেনটি তার নির্দিষ্ট সময়ে ছেড়ে নিউজলপাইগুড়ির পথ ধরে সোজা উড়িষ্যার পুরী স্টেশনে গিয়ে থামবে। সেখানে আইআরসিটিসি-র নির্দিষ্ট করা হোটেলে যাত্রীদের তোলা হবে। এরপর প্যাকেজ অনুযায়ী পুরীর জগন্নাথ দেব দর্শন করানো হবে সংস্থার গাইড দিয়েই। পরবর্তী দিনগুলিতে পুরীর পার্শ্ববর্তী সাইট সিন, সমুদ্র সৈকতে সময় কাটানো সবটাই আইআরসিটিসি-র তত্বাবধানেই পর্যটকরা করতে পারবেন।পুরীর এই ভ্রমন পথে সংস্থার পক্ষ থেকে সমস্তরকম ব্যবস্থাই থাকবে। একজন চিকিৎসকও এই যাত্রাপথে পর্যটকদের সঙ্গে থাকবে। তাছাড়া প্রতিটি কোচ নিরাপত্তা ও সুরক্ষার বেষ্টনিতে থাকবে। খাওয়া দাওয়া এবং বিশুদ্ধ পানীয় জলটুকুও আইআরসিটিসি সরবরাহ করবে। এই পুরীর প্যাকেজ ভ্রমনের সমস্ত তথ্য ও টিকিট আইআরসিটিসি-র নিজস্ব ওয়েব সাইট ও পোর্টালে পাওয়া যাবে বলে জানান তিনি। আইআরসিটিসি-র পক্ষ থেকে প্রাথমিক ভাবে এই ভ্রমন প্যাকেজের মূল্য রাখা হয়েছে জন প্রতি স্লিপার শ্রেনী ৭৫৬০টাকা এবং এসি থ্রিটিয়ার ১২,৬০০টাকা।
পুরী জগন্নাথ দেব দর্শনে উৎসাহি পূন্যার্থীদের জন্য এবার অসম থেকে উত্তরবঙ্গ হয়ে সোজা পুরী পর্যন্ত স্পেশাল প্যাকেজ ট্রেন ছাড়তে চলেছে উত্তর-পূর্ব রেলওয়ে।
