মিছিলের তরুণীকে

এমন করে মিছিলে যাও তুমি,

রাস্তা হেটে চলে তোমার পায়ে লেগে,

এই পৃথিবীর সবচেয়ে সুন্দর অসুখ হলো

তুমি এবং তোমার আদর্শ,

তোমার যাওয়ার আগে কালবৈশাখী

বিকেল বেলায় শেষ করে দেব।

পাহাড় নদী এক হবে তোমার দিন শেষে

বিদ্রোহী কবি পুরস্কৃত হবে সুদর্শন চক্রে

অথচ তুমি কিছুই জানবেনা,

পৃথিবীর আর তোমার মধ্যে শুধু—

আয়তনের পার্থক্য।

                            ……….বুদ্ধপ্রিয়