অন্তত নিজের কাছে

পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছি
আসলে নিজের সঙ্গে বোঝাপড়ার চেষ্টা করছি,
অথচ আমার এখন স্বেচ্ছা নির্বাসনে যাবার কথা।
এ সময় অন্তত নিজের কাছে কিছু সত্য বলা প্রয়োজন –
ভালবাসা আজকাল ধারণায় বাঁচে
যেহেতু আমরা পরস্পরের থেকে ক্রমাগত দূরে সরে যাই।
এই জন্ম, এই অতীতচারিতা – হয়তো বিস্মৃতি চেয়েছিলাম,
আয়নার সামনে স্থির হয়ে দাঁড়ালে স্পষ্ট দেখতে পাই
বুকের মধ্যে বইছে একটা নদী
তীব্র জলস্রোতে ভেসে যাচ্ছে যাপিত জীবন।

………রঞ্জন চক্রবর্ত্তী