বৃহস্পতিবার দুপুরে মাথাভাঙ্গা থানায় সাংবাদিক সম্মেলন করে দুর্গাপুজোর উপলক্ষে যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্যে গাইড ম্যাপ প্রকাশ করা হলো।এদিনের এই সাংবাদিক সম্মেলনে গাইড ম্যাপ প্রকাশ করেন মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল, সঙ্গে ছিলেন মাথাভাঙ্গা থানার আইসি ভাস্কর প্রধান ট্রাফিক ওসি শ্যামল সাহা প্রমূখ।
এদিন সাংবাদিক সম্মেলনে মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মন্ডল ও আইসি ভাস্কর প্রধান জানান মাথাভাঙ্গায় শারদীয়া উৎসবের বিগ বাজেটের পূজা রয়েছে অনেকগুলো।
তাই যান চলাচল নিয়ন্ত্রণে আগামী কুড়ি ২০,২১,এবং ২৩ অক্টোবর দুপুর ২ টা থেকে রাত ২ টা পর্যন্ত যান চলাঞ্চলে নিয়ন্ত্রণ বিধি নিষেধ চালু থাকবে। আগত দর্শনার্থীদের যদি কোন রকম সমস্যা হলে সরাসরি মাথাভাঙ্গা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। মাথাভাঙা থানার পক্ষ থেকে সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে শারদীয়ার শুভেচ্ছা জানানো হয়।