এসবিআই লাইফের সমীক্ষা প্রকাশ

কোভিড পরবর্তী বিশ্বে ভোক্তাদের মানসিক ও আর্থিক অবস্থা নিয়ে একটি ২.০ সমীক্ষা প্রকাশ করেছে এসবিআই লাইফের ফিনান্সিয়াল ইমিউনিটি সার্ভে। NielsenIQ-এর সাথে যৌথ উদ্যোগে এসবিআই লাইফ ভারতের ২৮টি শহরের ৫,০০০ ভোক্তাকে নিয়ে এই সার্ভে করেছে।কোভিডের ফলে আর্থিক পরিকল্পনা অপরিহার্য হয়ে উঠেছে।

কারণ মহামারীর প্রভাবে ৭৯ শতাংশ ভারতীয়ের আয় কমে য়ায়। ৬৪ শতাংশের মতে কোভিডের ফলে জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক যেমন সঞ্চয়, অবসর ভ্রমণ, শিশু শিক্ষা প্রভৃতি প্রভাবিত হয়েছে। তাই মহামারীর পর থেকেই ভোক্তাদের মধ্যে বীমা সচেতনতা বৃদ্ধি পেয়েছে। কারণ এটি পরিবারের জন্য একটি আর্থিক সুরক্ষা কবচ।৭৮ শতাংশ ভারতীয় মনে করেন যে বীমা, সামগ্রিক আর্থিক পরিকল্পনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।

বীমার এই গুরুত্ব অনুধাবন করে ২০২০ সালের মার্চের পর থেকে ৪৬% স্বাস্থ্য বীমা কিনেছেন এবং ৪৪% প্রথমবারের মতো জীবন বীমা কিনেছেন। শুধু তাই নয় সামগ্রিক পরিস্থিতি বিচার করে চারজনের মধ্যে তিনজন ভারতীয় ২০২১ সালের জানুয়ারি থেকে তাদের সঞ্চয়, বীমায় বিনিয়োগের পরিকল্পনা করেছে।এসবিআই লাইফের প্রেসিডেন্ট জি দুর্গাদাস বলেন, ভোক্তাদের মধ্যে বীমা সচেতনতা বৃদ্ধি পেলেও বিপুল সংখ্যক লোক এখনও পর্যাপ্তভাবে বীমা করাননি। সেদিকে নজর দেওয়া প্রয়োজন।