আর জি কর ইস্যুতে আবার চললো বিক্ষোভ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় ফের শিরোনামে আরজি কর মেডিক্যাল কলেজে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর কাজে যোগ দিতে যান আর জি করের সাসপেন্ডেড চিকিৎসক পড়ুয়ারা।

তবে সেখানে নাকি তুমুল বিক্ষোভের মুখে পড়তে হয় তাদেরকে। সকাল দশটার মধ্যে আরজি করে সবাই পৌঁছে গেলেও অধ্যক্ষ তাদের সঙ্গে দেখা করেন দুপুর দেড়টা নাগাদ। অভিযোগ, সেই সময় অনিকেত মাহাতোর নেতৃত্বে রেসিডেন্স ডক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান।

এই ইসুতেই এদিন স্বাস্থ্য ভবনে এসে স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করছেন সাসপেন্ডেড ডাক্তাররা। আগেই তারা দাবি করেছিলেন যে তারাই উল্টে ‘থ্রেট কালচারের’ শিকার। এদিনও সেই একই দাবি নিয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করেন তারা।