বিশ্ব পোলিও দিবসে সতর্কতা অবলম্বনের আহ্বান বিশেষজ্ঞদের

বিশ্ব পোলিও দিবসে, বিশেষজ্ঞরা পোলিওমাইলাইটিসের (poliomyelitis) ক্রমাগত বিপদের কথা তুলে ধরেছেন, বিশেষত ভারতের মেঘালয়ে একটি সাম্প্রতিক ঘটনার পরে। ১২ বছর ধরে পোলিওমুক্ত থাকা সত্ত্বেও ভারতকে পুনরুত্থান ঠেকাতে সতর্ক থাকতে হবে।

কলকাতার মণিপাল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ও পেডিয়াট্রিক পালমোলজিস্ট ডাঃ শুভাশিস রায় নিয়মিত টিকাকরণের গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, “টিকাকরণ আমাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা।”

বছরে ১০০ কোটিরও (১ বিলিয়ন) বেশি পোলিও টিকার ডোজ প্রদান করা হলেও শিশুদের সুরক্ষা এবং পোলিও যাতে ফিরে না আসে তা নিশ্চিত করার জন্য উচ্চ টিকাদানের হার বজায় রাখা গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশ যদি ব্যাপক টিকাদান প্রচেষ্টায় প্রতিশ্রুতিবদ্ধ থাকে তবে বিশ্বব্যাপী পোলিও নির্মূল করা সম্ভব।