‘রিয়াল ইনসাইট (রেসিডেন্সিয়াল) – এপ্রিল-জুন (কিউ২) ২০২১’ রিপোর্ট থেকে জানা গেছে, ২০২১-এর এপ্রিল-জুন সময়কালে ‘হোম সেলস’ ও ‘নিউ লঞ্চের’ ব্যাপারে কলকাতা পিছিয়ে পড়েছে। ভারতের মুখ্য আটটি রেসিডেন্সিয়াল মার্কেটের ত্রৈমাসিক বিশ্লেষণ প্রতিফলিত হয় অগ্রণী অনলাইন রিয়াল এস্টেট কোম্পানি প্রপটাইগারের এই রিপোর্টে। কোয়ার্টার-অন-কোয়ার্টার ভিত্তিতে কলকাতায় আলোচ্য ত্রৈমাসিকে ১০১৭টি নতুন ইউনিটের সূচনা হলেও নতুন আবাসনের সরবরাহ ৪৯ শতাংশ কমে গেছে, কিন্তু বিগত বছরের একই সময়কালের তুলনায় সরবরাহ বেড়েছে। তথ্য অনুসারে, কলকাতায় কিউ২সিওয়াই২০২০ সময়কালে মাত্র ১৮৩টি ইউনিট লঞ্চ্ হয়েছিল। ৭০ শতাংশ নতুন সরবরাহের ক্ষেত্রে বারাসত ও সোনারপুরে সবথেকে বেশি নতুন লঞ্চ্ হয়েছে এই ত্রৈমাসিকে। এই সময়ে কলকাতায় ১২৫৩টি আবাসন বিক্রয় হয়েছে যা বার্ষিক হিসেবে ৫ শতাংশ ও ত্রৈমাসিক হিসেবে ৬৩ শতাংশ কম বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে। দেশের আটটি মুখ্য রেসিডেন্সিয়াল মার্কেটের মধ্যে কলকাতার ইনভেন্টরি স্টক ২৮৫৯১ ইউনিট অর্থাৎ সর্বনিম্ন। উল্লেখ্য, প্রপটাইগারের বিশ্লেষণে আহ্মেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, কলকাতা, দিল্লি এনসিআর, মুম্বই এমএমআর ও পুণে শহরগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।