যথাযথ উত্তর না মেলায় বাজেয়াপ্ত হলো কয়েক কোটির সম্পত্তি

Estimated read time 0 min read

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতির জেরে বহুদিন জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়।

সেই ২০২২ সালের জুলাই মাসে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। এরই মাঝে অর্পিতার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হল। বাজেয়াপ্ত করার আগে ওই ১৬টি সম্পত্তি সম্পর্কে জানতে এদিন আলিপুর মহিলাপুর সংশোধনাগারে অর্পিতাকে জেরা করে আয়কর দফতর।

আয়কর দফতর সূত্রে খবর এদিন জিজ্ঞাসাবাদ পর্বে অর্পিতা জানিয়েছেন ওই ১৬টি সম্পত্তিই তার। তবে ওই সম্পত্তিগুলি কোথা থেকে তা এসেছে, কীভাবে এসেছে সেই বিষয়ে তার কিছুই মনে নেই বলে দাবি করেন অর্পিতা। এরপরই সেসব সম্পত্তি বাজেয়াপ্তকরণের প্রক্রিয়া শুরু করেছে আয়কর দফতর।

You May Also Like

More From Author