শুটিংয়ের গুরুতর আহত হলেন অভিনেত্রী, শনিবারই অস্ত্রোপচার

ওয়েব সিরিজ এর শুটিং চলাকালীন গুরুতর জখম হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার সহ অভিনেতা অর্জুন চক্রবর্তীও।

পুলিশ সূত্রে খবর শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ ‘মহাভারত মার্ডারস’ নামে একটি ওয়েব সিরিজের শুটিং করছিলেন প্রিয়াঙ্কা অর্জুন। হঠাৎই শুটিং সেটে ভেঙে এক বাইক চালুক ঢুকে পড়ে, তখনই জখম হন অভিনেত্রী। এবং আহত হন অর্জুন। আহত দুই অভিনেত্রী ও অভিনেতা কে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অভিযুক্ত বাইক চালক উধাও হয়ে যায়। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সূত্রে খবর প্রাথমিক চিকিৎসার পরে অর্জুনকে ছেড়ে দেওয়া হল এরপর দেখা যায় প্রিয়াঙ্কার পায়ের হাড় ভেঙে টুকরো হয়ে গেছে। শনিবারই তার অস্ত্রোপচার করা হবে। তবে পুনরায় শুটিং কবে শুরু হবে তা এখনও স্পষ্ট নয়।