জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হল প্রাথমিক বৃত্তি পরীক্ষা

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হল জেলা জুড়ে। সোমবার থেকে জলপাইগুড়ি জেলা জুড়ে মোট ৪০ টি পরীক্ষা কেন্দ্রে ৪১০০ পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষা দিতে বসেছে বলে জানা গিয়েছে পর্ষদ সূত্রে।ধূপগুড়ি মহকুমাতে ধূপগুড়ি বৃত্তি পরিচালন সমিতির দশটি সেন্টারের বৃত্তি পরীক্ষা চলছে। ২১শে অক্টোবর থেকে ২৫শে অক্টোবর পর্যন্ত এই পরীক্ষা চলবে।

খুবই সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।পর্ষদ সূত্রে জানা গিয়েছে প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নেই শেষ হয়েছে।পাঁচটি বিষয়ের উপরে মোট ৫০০ নম্বরের এই পরীক্ষা হবে।মাঝে দু’বছর বৃত্তি পরীক্ষা বন্ধ থাকার কারণে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে বলে জানা যায়।

এবছর ৩০শে সেপ্টেম্বর থেকে বৃত্তি পরীক্ষার শুরু হওয়ার কথা থাকলেও দক্ষিণবঙ্গে বন্যার কারণে রাজ্যজুড়ে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়।পাশ ফেল প্রথা উঠে যাওয়ায় প্রাথমিক শিক্ষায় যে প্রতিযোগিতা এবং মানোন্নয়নে চেষ্টার ঘাটতি এসেছে তাকে দূর করতেই এই পরীক্ষার ভূমিকা অনস্বীকার্য।