বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে অনুব্রত কন্যা সুকন্যাকে গ্রেফতার করে ED।
বুধবার গোটা রাতই ইডি অফিসে কাটিয়েছেন সুকন্যা মণ্ডল। গতকাল রাত সাড়ে আটটা নাগাদ দিল্লির আরএমএল হাসপাতালে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাত প্রায় ন’টা নাগাদ ফের ইডি অফিসে নিয়ে আসা হয় তাকে। এরপরই দেওয়া হয় রাতের খাবার।
অনুব্রত কন্যাকে রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। আপাতত তাকে পাঁচদিনের ইডি হেফাজতে চাইতে পারেন তদন্তকারী আধিকারিকরা। প্রসঙ্গত, পূর্বে একাধিকবার সুকন্যাকে একাধিকবার জেরার জন্য দিল্লি ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু, প্ৰতিবারই অসুস্থতার কারণ জানিয়ে হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন সুকন্যা। নানা প্রশ্ন এড়িয়ে যাওয়ায় তদন্তে অসহযোগিতার অভিযোগে অবশেষে গ্রেফতার হন কেষ্ট কন্যা।