সম্প্রতি মহানগরীর বুকে শহর জুড়ে পালিত হয়েছে ২১ জুলাই, রাজ্যের শাসক দল তৃণমূলের শহীদ দিবস। ছিল কয়েক হাজার হাজার লোকের জন্য ভিড়। এই পরিস্থিতিতেই অভিষেকের বক্তব্যকে ‘প্ররোচনামূলক’ দাবি করে রবীন্দ্রসরোবর থানায় ইমেল করে অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ি। মেল করে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন শুভেন্দু অধিকারী।
অন্যদিকে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর করেছেন পূর্ণিমা চক্রবর্তী নামে এক মহিলা বিজেপি নেত্রী। অভিষেকের মন্তব্য নিয়ে বিজেপির আইনজীবী সূর্যনীল দাস আদালতে সওয়াল করেন, এই ধরনের কর্মসূচি একজন নাগরিকের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করবে।
প্রসঙ্গত, এবার ২১ জুলাই মঞ্চ থেকে ১০০ দিনের প্রকল্পের বকেয়া টাকা না দেওয়ায় মোদী সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক। এই প্রকল্পের টাকা আদায়ের লক্ষ্যে, আগামী ৫ অগাস্ট ব্লকে ব্লকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাকও দিয়ে দেন অভিষেক।