রাশিয়ার সঙ্গে ভারতের বার্ষিক সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন যোগ

ভারত নতুন বছরে বিশ্ব কূটনীতির কেন্দ্রেই থাকবে। ২০২৫-এর বিদেশনীতি নিয়ে ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে মোদি সরকারের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা নিয়ে বছর শেষ হওয়ার আগেই আমেরিকায় গিয়েছেন বিদেশমন্ত্রী জয়শংকর। নতুন বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারেন।অন্যদিকে, ২০২৫-এ ভারত সফরে আসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আসতে পারেন ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, আমেরিকায় পাঁচ দিনের সফর চলাকালীন ভাবী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে জয়শংকরের। ভারত সরকারের তরফে তিনি ট্রাম্পকে ভারতে আসার আমন্ত্রণ জানাবেন। ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের পদে বসছেন ট্রাম্প। তারপর চতুর্দশীয় অক্ষ কোয়াড সম্মেলন হচ্ছে ভারতে। শোনা যাচ্ছে, ওই সম্মেলনে যোগ দিতে এদেশে আসতে পারেন রিপাবলিকান নেতা।

আগামী বছর রাশিয়ার সঙ্গে ভারতের বার্ষিক সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দিতে পারেন। চিনে এসসিও সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগদানের কথা রয়েছে। সম্মেলনের ফাঁকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। আমেরিকা, চিন ছাড়া ফ্রান্সেও যেতে পারেন মোদি। জানুয়ারির মাঝামাঝি ভারতে আসছেন সিঙ্গাপুরের প্রেসিডেন্ট। তারপর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের এদেশে আসার কথা।