ঢাকায় কালী মন্দির উদ্বোধনে রাষ্ট্রপতি

বাংলাদেশ সফরের তৃতীয় দিনে ঐতিহাসিক শ্রী রমনা কালী মন্দিরের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। শুক্রবার একটি ফলক উন্মোচনের মাধ্যমে সংস্কার করা মন্দিরের উদ্বোধন করে  পূজাও দেন তিনি। রাষ্ট্রপতি ১৫-১৭ ডিসেম্বর বাংলাদেশের রাষ্ট্রীয় সফরে রয়েছেন।

উল্লেখ্য, ১৯৭১ সালে ‘অপারেশন সার্চলাইট’-এর সময় পাকিস্তান সেনাবাহিনী মন্দিরটি ধ্বংস করে দেয়। ঠিক ৫০ বছর পর মন্দিরটি পুনরুদ্ধার ও উদ্বোধন করা হল। যা শুধুমাত্র প্রতীকী নয়, দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তও বটে। বলাবহু্ল্য, বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর আবেদনের কয়েক বছর পর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০০০ সালে সেখানে ভক্তদের পূজা করার অনুমতি দেন।

২০০৪ সালে সেখানে মা কালীর একটি মূর্তি স্থাপন করা হয়। অবশেষে ২০০৬ সালে খালেদা জিয়া সরকার নির্মাণের অনুমতি দেন। এজন্য সরকারও ২.৫ একর জমি বরাদ্দ করেছিল। কিন্তু আমলাতান্ত্রিক লাল ফিতায় মন্দির নির্মাণ আটকে ছিল। অবশেষে ২০১৭ সালে তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সফরের পর ভারত সরকারেরে সাহায্যে মন্দিরের নির্মাণের কাজ শুরু হয়।